আজ || শনিবার, ২২ মার্চ ২০২৫
শিরোনাম :
  অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত       গোপালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত       লাইটহাউজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত    
 


পরীক্ষা বিবেচনায় রেখে আন্দোলন কর্মসূচি চূড়ান্ত : রিজভী

এসএসসি পরীক্ষা বিবেচনায় রেখে ফেব্রুয়ারি মাসে বিরোধী জোটের আন্দোলন কর্মসূচি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল করিব রিজভী আহমেদ। 
তিনি বলেন, গোটা জাতি আজ অবরুদ্ধ। এই অবস্থা থেকে জাতি মুক্তি চায়। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য, মানুষের বাক স্বাধীনতা নেই। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে এই সরকার থেকে জনগণ মুক্তি চায়।

দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী আহমেদ এসব কথা বলেন।

তিনি দাবি করছেন, সরকার বিরোধী দলের আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি এখন ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন গুলোকে সন্ত্রাসী কায়দায় ব্যবহার করছে।

রিজভী আহমেদ বলেন, বিএনপি গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা কর্মসূচির মধ্যে আছি। এসএসসি পরীক্ষা বিবেচনায় রেখে ফেব্রুয়ারিতে গণসংযোগ কর্মসূচি দিতে যাচ্ছি। প্রয়োজনে হরতালসহ যে কোনো কর্মসূচি দেয়া হবে এবং সময়মত তা ঘোষণা করা হবে।

জামায়াতের হরতালের সমর্থনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের সভা সমাবেশ করার অধিকার রয়েছে। তিনি বলেন, সরকার অগণতান্ত্রিক ভাবে রাজনৈতিক দলের কর্মসূচিতে যে বাধা দিচ্ছে বিএনপি তার প্রতিবাদ জানায়।

এ সময় জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র সহ-সভাপতি  অ্যাডভোকেট আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!