চট্টগ্রামে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতালে নগরজুড়ে বেশ কিছু গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ নগরীর নাসিরাবাদ পলিটেকনিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে। বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
নগরীর লালদিঘি পাড়, ডিসি হিল, ইপিজেড, সিনেমা প্যালেসসহ বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেছে ছাত্রশিবির।
এ সব সমাবেশে নেতারা বলেন, গুলি কিংবা নির্যাতনের ভয় দেখিয়ে জামায়াতকে দমানো যাবে না। নেতা-কর্মীদের উপর নির্যাতন বন্ধ না হলে আন্দোলন আরও জোরদার হবে।
সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণঅ দিলেও বিপিএলের খেলার কারণে চট্টগ্রামে হরতাল বেলা ১২ টা পর্যন্ত করে জামায়াত। হরতালে পুলিশ মারমুখী অবস্থানে থাকলেও নগরীর কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নগরজুড়ে বড় ধরনের কোনো যানবাহন ছেড়ে যায়নি। আন্তঃজেলা বাস টার্মিনালগুলো থেকে কোনো বাস ছাড়েনি। বন্দরের অভ্যন্তরে কাজ চললেও গাড়ি চলাচল বন্ধ থাকায় দেশের কোথাও মালামাল পরিবহন হয়নি।