সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে জেতার জন্য হেন কোনো কাজ নেই যেটা আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগ আজকে যাদের বিরুদ্ধে (জামায়াতে ইসলামী) মানবতা বিরোধী অপরাধে মামলা দিয়ে হেনস্থা করছে, কিছুদিন আগেও তাদের সাথে গলাগলি করে রাজপথে আন্দোলন করেছিল।
বুধবার মধ্যরাতে একুশে টিভির সংবাদ পর্যালোচনাভিত্তিক অনুষ্ঠান একুশের রাতে তিনি এসব কথা বলেন।
মীর নাসির উদ্দিন আরো বলেন, আজকে শিবির পুলিশের উপর যেভাবে হামলা চালাচ্ছে তার জন্য সরকারই দায়ী । শিবিরকে সন্ত্রাসী আচরণে বাধ্য করেছে সরকার। তিনি বলেন, রাজনৈতিক দল হিসাবে তাদের যে কোনো আন্দোলন করার সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু তাদেরকে সে অধিকার পালন করতে দিচ্ছে না সরকার। আর তাতে তাদের অস্তিত্বের প্রশ্ন এসে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই তারা হয়ে এমন কর্মকান্ড চালাচ্ছে।
শিবিরকে প্রতিহত করার যে অভিযান চালাচ্ছে সরকার তাতে শিবির আরো শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করে মীর নাসির উদ্দিন বলেন, শিবিরকে দেখামাত্র গুলি করার নির্দেশ পুলিশ কিভাবে দেয় ? শিবিরকে যেখানে পাওয়া যাবে সেখানে ধরিয়ে দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য ১৯৭১ সালের আলবদর, আল শামস বাহিনীর কর্মকান্ডের কথা স্মরণ করিয়ে দেয়।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আজকে গোটা রাষ্ট্রকে শিবিরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। বিষয়টা এমন দাঁড়িয়েছে যেন দেশে শিবির ছাড়া আর কোনো দল নেই।
সরকার যুদ্ধাপরাধের বিচার করছে না বলে মন্তব্য করে তিনি বলেন, আজকে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হচ্ছে। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এই আওয়ামী লীগ সরকার ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিনা বিচারে পাকিস্তান চলে যেতে সহায়তা করেছিল। এর জন্য আগে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন পদ্ধতির প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাধারণ জনগনের দাবি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদ দিয়ে সরকার দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে।