![Shift+R improves the quality of this image. Shift+A improves the quality of all images on this page. undefined](http://1.1.1.4/bmi/www.real-timenews.com/realtime/records/imagefile/201301/3518_1.jpg)
একটি প্রীতি ম্যাচ খেলতে আগামী আগস্টে ঢাকায় আসছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ কথা জানিয়েছে।
প্রায় দু্’বছর আগে লিওনেল মেসির আর্জেন্টিনা দল ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়ে তাতে ব্যাপক সাড়া পেয়েছিল।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘স্প্যানিশ ক্লাবটির সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা বাংলাদেশে খেলতে রাজি আছে।’
মেসি-জাভিদের বাংলাদেশে আনতে হলে বড় ধরনের খরচ করতে হবে বাফুফেকে। ম্যাচ খেলার জন্য ৩ মিলিয়ন ইউরো (৪ মিলিয়ন ডলার) চেয়েছে ক্লাবটি। বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ কোটি টাকা।
কাজী সালাউদ্দিন বলেন, ‘সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্টের যেকোনো সময় তারা বাংলাদেশে আসতে পারে। সেসময় ক্লাবটি এশিয়া সফরে থাকবে।’
বাফুফের জেনারেল সেক্রেটারি আবু নাঈম সোহাগ জানিয়েছেন, কর্তৃপক্ষ অন্য দিকগুলোর সাথে একটা শক্ত প্রতিপক্ষও খুঁজছে, যারা কাতালন ক্লাবটির সাথে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে।