নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা : চট্টগ্রাম-১২ আসনে আসন্ন উপ-নির্বাচনে জাতীয় পার্টি চট্টগ্রাম মহনগরের সাধারণ সম্পাদক শ্রী তপন চক্রবর্তী প্রার্থী হচ্ছেন। তিনি গতকাল মঙ্গলবার পূর্বকোণকে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের অনুমতিক্রমে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। ইতিমধ্যেই তিনি এলাকায় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিবেদককে বলেন চট্টগ্রাম শহরের কাছেই আনোয়ারা উপজেলা হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নি; এখনো বিভিন্ন স্থানে যোগাযোগের ক্ষেত্রে দুরবস্থা বিরাজ করছে; কেইপিজেড, কাফকো ও সিইউএফএল-এর স্থানীয় লোকদের আশানুরূপ চাকুরি পায় নি; আনোয়ারা উপকূলীয় এলাকা বেড়িবাধের অভাবে শত শত মানুষ কষ্ট পাচ্ছে। আনোয়ারা, চাতরী, হাইলধর ও পরৈকোড়া ইউনিয়নে পানি নিষ্কাশনের অভাবে ফসলী জমিতে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে, কৃষকেরা আশানুরূপ চাষাবাদ করতে পারছে না। তাই আনোয়ারা-কর্ণফুলীর জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের ভাগ্য উন্নয়নে যোগাযোগের ক্ষেত্রে সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। তিনি জাতীয় পার্টির সময়কালকে স্বর্ণযুগের সাথে তুলনা করে বলেন, মানুষ এখন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদকে ক্ষমতায় দেখতে চায়। তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংগঠক। তিনি বৃহত্তর চট্টগ্রাম শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক পরিষদের প্রতিষ্ঠাতা, যুগ্ম মহাসচিব চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি, সংগঠক ও সদস্য চট্টগ্রাম মহানগর মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি, প্রতিষ্ঠাতা কৈলাস তীর্থধাম পাঠানীকোটা, ও সভাপতি সার্বজনীন শ্রীশ্রী বাসন্তী মন্দির নির্মাণ কমিটি। তার জন্মস্থান আনোয়ারা উপজেলার পাঠনীকোটা গ্রাম। উল্লেখ্য গত ৪ নভেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু ইন্তেকাল করলে তার আসন খালি হয়। এই শূন্য আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই দলীয় সমর্থন পাওয়ার জন্য লবিং শুরু করেছেন। নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, জানুয়ারির বা ফেব্রুয়ারিতে চট্টগ্রাম-১২ আসনের উপ-নির্বাচন হতে পারে।