‘ওল্ড হর্স রেসে ফাস্ট’-শিবনারায়ন চন্দরপল ঠিক তাই। ওয়েস্ট ইন্ডিজ চার উইকেটে ৫২৭ রান তুলে যে ইনিংস ঘোষণা করেছে তাতে চন্দরপলের অপরাজিত ২০৩ রান। কাইরান পাওয়েল এবং দিনেশ রামদিনও তাদের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করে পারবেন না। চন্দরপল এই দু’জনের সঙ্গেই বড় জুটি গড়েছেন।
ধারাবাহিক এই ব্যাটসম্যান তার সাফল্য রহস্য সম্পর্কে বলছিলেন,‘রহস্যটা আসলে বছর জুড়ে নিজের ব্যাটিং নিয়ে পরিশ্রম করা। আমি চাই যেভাবে যতটুকু পারি, নিজের ব্যাটিং এর উন্নতি ঘটাতে। কখনো কখনো ফর্মে থাকলে সবকিছুই নিজের ইচ্ছে মত হয়, রান করাটা তখন খুব সহজ হয়ে যায়। কখনো আবার রান করতে অনেক পরিশ্রম হয়। টেস্ট ক্রিকেটটা এভাবেই চলে আর আজ ছিল খাটুনির একটা দিন।’
চন্দরপল ২০০৫ সালেও ২০৩ রানের একটি অপরাজিত ইনিংস খেলেছেন। ঢাকায় হয়তো আগেরটিকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন ছিলো। কিন্তু অধিনায়ক ড্যারেন স্যামি ইনিংস ঘোষণা করে দেওয়ায় আগের রেকর্ড ছাড়িয়ে যাওয়া হয়নি। এসম্পর্কে প্রশ্ন করা হলে তার উত্তর ছিলো,‘ব্যক্তিগত রান যাই থাকুক না কেন, দল সবার আগে। সবসময় দলের যে পরিকল্পনা, তাতেই স্থির থাকতে হবে। মাইলফলকটা ¯পর্শ করতে পেরেছি, তাতেই আমি খুশি।’