জামায়াতের হরতাল চলাকালে যশোরের মনিরামপুরে শিবিরের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ ১০ জন আহত হয়।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হরতাল চলাকালে শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিবির পুলিশের ওপর হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও ১০ জন।
এ ঘটনায় ৪ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।