জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী বৃহস্পতিবারের সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজ ছাত্রলীগ হরতাল বিরোধী মিছিল করেছে।
বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ নগরীর আগ্রাবাদের সিলভার স্কুল থেকে তারা মিছিলটি বের করে।
মিছিলটি আগ্রাবাদের আশেপাশের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কমার্স কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন কর্মাস কলেজ ছাত্র সংসদের ভিপি লুৎফুর এহসান। এসময় উপস্থিত ছিলেন, ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল গণি রিপন ও সম্পাদক মন্ডলীর সদস্য ইমরান হোসেন রিপন।