আজ || বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত    
 


ষড়যন্ত্র করে লাভ হবে না, গণজোয়ারে ভেসে যাবেন : সরকারকে তরিকুল

অনিয়ম-অপকর্মে দেশকে ভরিয়ে দিয়েছে এ সরকার মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধান সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন যে ব্যাংকেই হাত দেওয়া হচ্ছে সেখানেই দুর্নীতি। তারা অন্যায়, অত্যাচার, খুন-নির্যাতন চালিয়ে দেশকে অন্ধকার সুড়ঙ্গের দিকে ঠেলে দিয়েছে।

গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা গণপরিষদ আয়োজিত ‘মজলুম জননেতা মওলানা ভাসানী ও বাঙালির ইতিহাস বিকৃ

তী’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে তরিকুল ইসলাম


গণজোয়ারে ভেসে যাবেন। অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে নির্বাচন দিন। নাহলে জনগণ আপনাদের অন্যায়, অত্যাচার, অবিচারের উচিত শিক্ষা দেবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান সরকারের অপকর্মের সমালোচনা যদি ফেরেশতা এসেও করেন, তবে ফেরেশতাকেও শয়তান বলে অভিহিত করবে সরকার।
বলেন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় ভাষাসৈনিক আব্দুল মতিন, অধ্যাপক ড. পিয়াস করিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!