অনিয়ম-অপকর্মে দেশকে ভরিয়ে দিয়েছে এ সরকার মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধান সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন যে ব্যাংকেই হাত দেওয়া হচ্ছে সেখানেই দুর্নীতি। তারা অন্যায়, অত্যাচার, খুন-নির্যাতন চালিয়ে দেশকে অন্ধকার সুড়ঙ্গের দিকে ঠেলে দিয়েছে।
গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা গণপরিষদ আয়োজিত ‘মজলুম জননেতা মওলানা ভাসানী ও বাঙালির ইতিহাস বিকৃ
তী’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে তরিকুল ইসলাম
গণজোয়ারে ভেসে যাবেন। অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে নির্বাচন দিন। নাহলে জনগণ আপনাদের অন্যায়, অত্যাচার, অবিচারের উচিত শিক্ষা দেবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান সরকারের অপকর্মের সমালোচনা যদি ফেরেশতা এসেও করেন, তবে ফেরেশতাকেও শয়তান বলে অভিহিত করবে সরকার।বলেন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।
আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় ভাষাসৈনিক আব্দুল মতিন, অধ্যাপক ড. পিয়াস করিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।