তিন মাস হয় টেস্ট ক্রিকেট থেকে দূরে রয়েছে ক্যারিবীয়রা। তবে অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে তারা। ধারাবাহিক সীমিত ওভারের ম্যাচ খেলার প্রভাব টেস্টে পড়বে কিনা জানতে চাইলে স্যামি বলেন,‘আমরা পেশাদার দল। তাছাড়া টি-টোয়েন্টির জন্য কিছুদিনের বিরতি নিয়ে টেস্ট খেলতে নামা এবারই প্রথম নয় আমাদের। এ সিরিজের জন্য বেশ ভালোই প্রস্তুতি নিয়েছি আমরা। যদিও এখানকার প্রস্তুতি ম্যাচটি হয়নি। দেশে একাডেমির সঙ্গে একটা তিনদিনের ম্যাচ খেলেছি। ক্যাম্পও হয়েছে। এখানেও প্রস্তুতির সুযোগ যথাসম্ভব কাজে লাগিয়েছি। ’
বাংলাদেশের সঙ্গে সিরিজে কেমন প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন জানতে চাইলে ক্যারিবিয় অধিনায়ক বলেন,‘ আগেও বলেছি, বাংলাদেশকে বেশ সমীহই করি আমরা। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক সিরিজের আশাই করছি আমি।’
সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এবারের সফরের লক্ষ্য সম্পর্কে ক্যারিবীয়ান অধিনায়ক ড্যারেন স্যামির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,‘প্রতিবারই আমরা একটা লক্ষ্য নির্ধারণ করি এবং সেখানে পৌঁছাতেও চাই। গতবার যখন এখানে এসেছিলাম, একটা টেস্ট ড্র করেছিলাম। আরেকটায় জিতেছিলাম। এবছর আমরা আরো এক ধাপ এগোতে চাই। গতবার ওয়ানডে সিরিজে দুটো জিতে একটায় হেরেছিলাম। টি-টোয়েন্টি ম্যাচেও হেরেছিলাম। এখানেও উন্নতি করতে হবে আমাদের।’
হাইপারফরমেন্স দলের হয়ে কিছুদিন আগে ঢাকায় খেলে যাওয়া পেরমলের টেস্ট অভিষেকের ইঙ্গিত দিয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন,‘তরুণ পেরমলের খেলার খুব ভালো সম্ভাবনা আছে। এখানে সে হাই পারফরম্যান্সের হয়ে খেলে গেছে এবং সাফল্যও পেয়েছে। তার অভিষেকের দাবিটা তাই জোরালো।’