জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সময়সূচি পাল্টে গেল। বুধবার দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল হবে। তবে সন্ধ্যায় ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ জানান, বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামে আধাবেলা (সকাল ছয়টা থেকে দুপুর দুইটা) ও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অনুরোধে এমনটি করা হয়েছে বলে জানান তিনি।
শফিকুল ইসলাম মাসুদ নতুন বার্তা ডটকমকে বলেন, “বিকেল পাঁচটার দিকে আইনজীবী সমিতির চিঠি আমাদের কাছে পৌঁছায়। এরপর নেতারা বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। সন্ধ্যা ছয়টার পর সিদ্ধান্ত নেয়া হয়েছে ঢাকায় আধাবেলা এবং ঢাকার বাইরে সকাল-সন্ধ্যা হরতাল হবে।”
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি অনুষ্ঠান রয়েছে