আজ || সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন       গোপালপুরে বিনামূল্যে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ    
 


আরো ৬১ প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

undefined

 দশম জাতীয় নির্বাচনের জন্য দ্বিতীয় ধাপে আরো ৬১ প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার বিকেলে এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। এর আগে সোমবার ৩২ প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছিল।

পার্টির তৃণমূল পর্যায় থেকে প্রাপ্ত তথ্য এবং প্রার্থীদের সাংগঠনিক কর্মতৎপরতার আলোকে এসব প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে বলে জানিয়েছেন এরশাদ।

দ্বিতীয় ধাপে মনোনীতরা হলেন- হাফিজ উদ্দিন আহমেদ এমপি, (ঠাকুরগাঁও-৩), কাজী মো. আবুল কাশেম রিপন (জয়পুরহাট-১), মো. তিতাস (জয়পুরহাট-২), শরিফুল ইসলাম জিন্নাহ (বগুড়া-২), অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন (নওগাঁ-২), মুজিবুর রহমান সেন্টু (নাটোর-২), আবুল কাশেম সরকার (নাটোর-৩), কোরবান আলী (কুষ্টিয়া-১), অ্যাডভোকেট জহিরুল ইসলাম (যশোর-৪), অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা (মাগুরা-১।এর আগে সোমবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মাগুরা-২ উল্লেখ করা ছিল। মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তিতে তা সংশোধন করা হয়েছে),  মেজর (অব.) আশরাফুল আলম (নড়াইল-১), আবদুর রাজ্জাক খান (পটুয়াখালী-৪), সিদ্দিকুর রহমান, সাবেক এমপি (ভোলা-২), মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর-১), সামছুল হক তালুকদার, উপজেলা চেয়ারম্যান (টাঙ্গাইল-২), জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল-৭), এম এ সাত্তার (জামালপুর-১), মো. ইলিয়াস উদ্দিন, উপজেলা চেয়ারম্যান (শেরপুর-১), এম.এ হান্নান (ময়মনসিংহ-৭), ফকরুল ইমাম, সাবেক এমপি (ময়মনসিংহ-৮), ফকির আশরাফ (নেত্রকোনা-১), এম. হাবিবুল্লাহ (মানিকগঞ্জ-৩), এ্যাডভোকেট শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম (মু্ন্সীগঞ্জ-২), আলহাজ্ব কলিমুল্লাহ (মুন্সীগঞ্জ-৩), খান মো. ইসরাফিল খোকন, সাবেক এমপি (ঢাকা-২০), সৈয়দ আবু হোসেন বাবলা (ঢাকা-৪), হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন (ঢাকা-৭), জহিরুল আলম রুবেল (ঢাকা-৮), কাজী ফিরোজ রশিদ (ঢাকা-১২), মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা-১৪), বাহাউদ্দিন বাবুল (ঢাকা-১৮), নুরুল ইসলাম এমএ (গাজীপুর-৫), আলমগীর শিকদার লোটন (নারায়নগঞ্জ-২), মৌসুমী আক্তার (নারায়গঞ্জ-৩), নাসিম ওসমান এমপি (নারায়নগঞ্জ-৫), ইঞ্জিনিয়ার এম এ সাত্তার (নরসিংদী-৫), দেওয়ান জয়নাল আবেদিন (সুনামগঞ্জ-৪), ইকবাল হোসেন রাজু (কুমিল্লা-৪), অধ্যাপক নুরুল ইসলাম মিলন-কুমিল্লা-৭), ডা. শহিদুল ইসলাম (চাঁদপুর-১।এর আগে সোমবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মাগুরা-২ উল্লেখ করা ছিল। মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তিতে তা সংশোধন করা হয়েছে),  রিন্টু আনোয়ার (ফেনী-৩), সালাউদ্দিন আহমেদ (নোয়াখালী-৩), মোবারক হোসেন আজাদ (নোয়াখালী-৪), মোর্শেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম-৯), কবির আহমেদ সওদাগার (কক্সবাজার-৪), আবুল হোসেন, সাবেক এমপি (রাজশাহী-১), আবু হেনা মো. মোস্তফা কামাল (রাজশাহী-৪), অধ্যাপিকা রওশনারা বেগম শিখা (রাজশাহী-৬), এম এ তালহা, এমপি (নাটোর-১), মকবুল হোসেন সেন্টু (পাবনা-২), মো. হারুন অর রশিদ (ঝিনাইদহ-২), ইয়াহ্হিয়া চৌধুরী (সিলেট-২), তাজ রহমান (সিলেট-৪), ইমরান হোসেন (চাঁদপুর-২), হাজী আবুল হোসেন (খুলনা-২), আবদুল গাফফার বিশ্বাস (খুলনা-৩), মোল্লা মুজিবুর রহমান (খুলনা-৫), সরদার শাহজাহান (পাবনা-১), মো. হায়দার আলী (পাবনা-৪), আমিনুল ইসলাম ঝন্টু (সিরাজগঞ্জ-২) এবং ক্য শৈ অং (পার্বত্য বান্দরবন)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রার্থীরা জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবে

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!