পার্টির তৃণমূল পর্যায় থেকে প্রাপ্ত তথ্য এবং প্রার্থীদের সাংগঠনিক কর্মতৎপরতার আলোকে এসব প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে বলে জানিয়েছেন এরশাদ।
দ্বিতীয় ধাপে মনোনীতরা হলেন- হাফিজ উদ্দিন আহমেদ এমপি, (ঠাকুরগাঁও-৩), কাজী মো. আবুল কাশেম রিপন (জয়পুরহাট-১), মো. তিতাস (জয়পুরহাট-২), শরিফুল ইসলাম জিন্নাহ (বগুড়া-২), অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন (নওগাঁ-২), মুজিবুর রহমান সেন্টু (নাটোর-২), আবুল কাশেম সরকার (নাটোর-৩), কোরবান আলী (কুষ্টিয়া-১), অ্যাডভোকেট জহিরুল ইসলাম (যশোর-৪), অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা (মাগুরা-১।এর আগে সোমবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মাগুরা-২ উল্লেখ করা ছিল। মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তিতে তা সংশোধন করা হয়েছে), মেজর (অব.) আশরাফুল আলম (নড়াইল-১), আবদুর রাজ্জাক খান (পটুয়াখালী-৪), সিদ্দিকুর রহমান, সাবেক এমপি (ভোলা-২), মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর-১), সামছুল হক তালুকদার, উপজেলা চেয়ারম্যান (টাঙ্গাইল-২), জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল-৭), এম এ সাত্তার (জামালপুর-১), মো. ইলিয়াস উদ্দিন, উপজেলা চেয়ারম্যান (শেরপুর-১), এম.এ হান্নান (ময়মনসিংহ-৭), ফকরুল ইমাম, সাবেক এমপি (ময়মনসিংহ-৮), ফকির আশরাফ (নেত্রকোনা-১), এম. হাবিবুল্লাহ (মানিকগঞ্জ-৩), এ্যাডভোকেট শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম (মু্ন্সীগঞ্জ-২), আলহাজ্ব কলিমুল্লাহ (মুন্সীগঞ্জ-৩), খান মো. ইসরাফিল খোকন, সাবেক এমপি (ঢাকা-২০), সৈয়দ আবু হোসেন বাবলা (ঢাকা-৪), হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন (ঢাকা-৭), জহিরুল আলম রুবেল (ঢাকা-৮), কাজী ফিরোজ রশিদ (ঢাকা-১২), মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা-১৪), বাহাউদ্দিন বাবুল (ঢাকা-১৮), নুরুল ইসলাম এমএ (গাজীপুর-৫), আলমগীর শিকদার লোটন (নারায়নগঞ্জ-২), মৌসুমী আক্তার (নারায়গঞ্জ-৩), নাসিম ওসমান এমপি (নারায়নগঞ্জ-৫), ইঞ্জিনিয়ার এম এ সাত্তার (নরসিংদী-৫), দেওয়ান জয়নাল আবেদিন (সুনামগঞ্জ-৪), ইকবাল হোসেন রাজু (কুমিল্লা-৪), অধ্যাপক নুরুল ইসলাম মিলন-কুমিল্লা-৭), ডা. শহিদুল ইসলাম (চাঁদপুর-১।এর আগে সোমবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মাগুরা-২ উল্লেখ করা ছিল। মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তিতে তা সংশোধন করা হয়েছে), রিন্টু আনোয়ার (ফেনী-৩), সালাউদ্দিন আহমেদ (নোয়াখালী-৩), মোবারক হোসেন আজাদ (নোয়াখালী-৪), মোর্শেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম-৯), কবির আহমেদ সওদাগার (কক্সবাজার-৪), আবুল হোসেন, সাবেক এমপি (রাজশাহী-১), আবু হেনা মো. মোস্তফা কামাল (রাজশাহী-৪), অধ্যাপিকা রওশনারা বেগম শিখা (রাজশাহী-৬), এম এ তালহা, এমপি (নাটোর-১), মকবুল হোসেন সেন্টু (পাবনা-২), মো. হারুন অর রশিদ (ঝিনাইদহ-২), ইয়াহ্হিয়া চৌধুরী (সিলেট-২), তাজ রহমান (সিলেট-৪), ইমরান হোসেন (চাঁদপুর-২), হাজী আবুল হোসেন (খুলনা-২), আবদুল গাফফার বিশ্বাস (খুলনা-৩), মোল্লা মুজিবুর রহমান (খুলনা-৫), সরদার শাহজাহান (পাবনা-১), মো. হায়দার আলী (পাবনা-৪), আমিনুল ইসলাম ঝন্টু (সিরাজগঞ্জ-২) এবং ক্য শৈ অং (পার্বত্য বান্দরবন)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রার্থীরা জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবে