আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় বসে থাকা অবস্থায় অজ্ঞান হয়ে গেলেন জামায়াতের সাবেক আমীর গোলাম আযম। অজ্ঞান হওয়ার খবর ট্রাইব্যুনালকে জানালে ট্রাইব্যুনাল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।
এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গোলাম আযমের অসুস্থ অবস্থায় ট্রাইব্যুনালে হাজিরা থেকে অব্যহতি দেন।
এদিকে, ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মামলার শুনানি রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী অসুস্থ থাকায় ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩