মাইক্রোসফ্ট তার ইনস্টান্ট ম্যাসেজিং টুল উইন্ডোজ লাইভ বাদ দিয়ে স্কাইপি’র ম্যাসেজিং টুল চালু করবে। সূত্র-বিবিসি
খবরে বলা হয় মাইক্রোসফট যোগাযোগ সফটওয়ার ডেভলপারকে ৮.৫ বিলিয়ন ডলার প্রধান করার ঘোষণা দেয়ার ১৮ মাস পর এ তথ্য জানানো হয়।
মাইক্রোসফট জানায় ২০১৩ সালের মার্চের মধ্যেই চীন ব্যতিরেকে সারা বিশ্বে উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জার(ডব্লিউএলএম) বন্ধ করে দেয়া হবে।
এই পদক্ষেপ প্রমাণ করছে যে সে স্কাইপি’র উপর দৃষ্টি নিবদ্ধ করতে চায়।
১৯৯৯ সালে ডব্লিউএলএম চালু করা হয় যখন এটি এমএসএন ম্যাসেঞ্জার হিসাবে পরিচিত ছিল।
অতিরিক্ত সময়, ফটো ডেলিভারি, ভিডিও কল এবং ক্রীড়া এই প্যাকেজের আওতায় যোগ করা হয়েছিল।
২০০৯ সালে প্রতিষ্ঠানটির সক্রিয় ব্যবহারকারি ছিল ৩৩০ মিলিয়ন।