জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের বাপন হত্যার প্রতিবাদে বুধবার টাঙ্গাইলে আধাবেলা হরতাল পালিত হচ্ছে। সকাল থেকেই ছাত্রলীগ কর্মীরা শহরের বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। শহরে সব ধরনের যানবাহন চলাচল, দোকানপাট বন্ধ রয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়নি। টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
১৮ জানুয়ারি রাত সাড়ে ১১টায় আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ২০ জানুয়ারি শহরে আধাবেলা হরতাল পালন করে আওয়ামী লীগ। পিকেটিং করার সময় বিক্ষিপ্ত সংঘর্ষে শহরের গোডাউন বাজারে আহত হন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্বদুল কাদের বাপন। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যান।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে সমাবেশ থেকে এ হরতাল আহবান করা হয়।