রাজধানীর যাত্রাবাড়ীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে ধর্ষক সুমনকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
জানা যায়, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ওই ছাত্রী রাজধানীর যাত্রাবাড়ির ধলপুল এলাকার এক ভাঙ্গারির দোকানের পাশ দিয়ে বাসায় ফিরছিল। এ সময় ভাঙ্গারি ব্যবসায়ী সুমন (৩২) তাকে জোরপূর্বক দোকানের পাশে নিয়ে ধর্ষণ করে ফেলে যায়। ওই ছাত্রী বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।ধর্ষিতার বাবা জানান, মেয়ের অবস্থা আশঙ্কাজনক।