তালেবান মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, আফগানিস্তানের ওয়ারদাকপ্রদেশের নার্খ জেলায় ওই ঘটনা ঘটেছে। মার্কিন নেতৃত্বাধীন সেনাদের একটিট্যাংক রাস্তার পাশে তালেবানদের পেতে রাখা বোমায় আঘাত করলে প্রচণ্ডবিস্ফোরণে ছয় বিদেশি সেনা নিহত হয়েছে। বিস্ফোরণে ট্যাংকটি সম্পূর্ণ ধ্বংসহয়ে যায় বলে মুজাহিদ দাবি করেন।স্থানীয় অধিবাসীরাও জানিয়েছেন, একটি বিদেশি ট্যাংক বোমা বিস্ফোরণের শিকারহয়েছে। তারা বলেছেন, বিস্ফোরণের পরপরই হেলিকপ্টারে করে নিহতদের লাশ নিয়েযাওয়া হয়েছে।এখনো মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এ খবরের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
আফগানিস্তানে বিদেশি সেনাদের নিহত হওয়ার যে পরিসংখ্যান পশ্চিমা গণমাধ্যমেপ্রকাশিত হয় তার চেয়ে প্রকৃত নিহতের সংখ্যা অনেক বেশি বলে তালেবানরা দাবিকরে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর জনমত বিগড়ে যাওয়ার ভয়ে বিদেশি সেনাদেরনিহত হওয়ার প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয় না বলে তারা অভিযোগ করে থাকে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩