সিরিয়ার আলেপ্পো শহরে কমপক্ষে ৬৮ জন যুবকের লাশ পাওয়া গেছে বলে বিদ্রোহি সূত্রে জানানো হয়েছে। সূত্র-বিবিসি
বিদ্রোহি ও সক্রিয়বাদিদের বরাত দিয়ে খবরে বলা হয় সব মৃতদেহের হাত পিছনে বাঁধা ছিল এবং মাথায় বন্দুকের গুলির জখমের চিহ্ন রয়েছে।
সক্রিয়বাদিরা এই আবিস্কারের ভিডিও ফুটেজ ইউটিউবে পোষ্ট করে।
এতে দেখানো হয় যে আলেপ্পো শহরের কুওয়াইক নদীর তীরে বিপুল সংখ্যক লাশ পড়ে আছে।
ধূসর কাদার মধ্যে মৃতদেহগুলি শক্ত হয়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে এবং বহু লাশের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়েছে।