আজ || বুধবার, ২৬ মার্চ ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল       বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের ইফতার মাহফিল       অপহরনের ৭ ঘন্টার মধ্যে পুলিশের সহায়তায় উদ্ধার হলো গোপালপুরের আসলাম       সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস       হৃদয়কে শহীদি মর্যাদার দাবিতে গোপালপুরে মানববন্ধন       গোপালপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন       কাকাতালীয়ের বয়ান       রমজান মাসে রোজা ও দান-সদকার ফজিলত       গোপালপুরে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল       গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত    
 


কক্সবাজারে জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মী আটক

নাশকতার চেষ্টার অভিযোগে কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে, কক্সবাজার শহরে সাত জন, রামুতে চার জন, টেকনাফে তিন জন, উখিয়ায় ছয় জন, চকরিয়ায় পাঁচ জন, মহেশখালিতে ছয় জন ও কুতুবদিয়ায় এক জন।

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ উদ্দিন জানান, সোমবার দুপুরে কক্সবাজার শহরে সশস্ত্র মিছিল করে জামায়াত শিবিরের কর্মীরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে অভিযান চালানো হয়। শহরের বিভিন্ন মেস ও চিহ্নিত স্পটে অভিযান চালিয়ে সাত জনকে আটক করা হয়।

এ সময় একটি কার্তুজ, বিপুল পরিমাণ লোহার তৈরি লাঠি, মারবেল পাথর, ল্যাপটপ সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয় বলে তিনি জানান।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার জানিয়েছেন, দেশের অন্যান্য স্থানের মতো কক্সবাজারেও নাশকতার চেষ্টা চালাচ্ছে জামায়াত ও শিবির। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!