আজ || বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরের মোহনপুরে পোস্টঅফিসের ঘর না থাকায় ভোগান্তি       গোপালপুরে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সংবর্ধনা       গোপালপুরে আওয়ামীলীগ নেতা আব্দুল মোমেন গ্রেফতার; ফাঁসির দাবিতে মিছিল       গোপালপুরে ডেইরি ফার্ম মালিক ও আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়       গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির কমিটি গঠন       বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার সুযোগ কাজে লাগাতে হবে -ইলিয়াস হোসেন       গোপালপুরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত       গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা       গোপালপুরে ১০ম গ্রেড প্রদানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন       গোপালপুরে জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন     
 


ওবামার সঙ্গে হাসিনার তুলনা চলে না : মওদুদ আহমদ

ওবামার সঙ্গে হাসিনার তুলনা চলে নাওবামার সঙ্গে শেখ হাসিনার তুলনা চলে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বারাক ওবামা কখনও রিপাবলিকান প্রধান মিট রমনির বিরুদ্ধে মামলা দেননি। তার (রমনি) ছেলে-মেয়ের নামেও মামলা দেননি। ওবামা কখনও রিপাবলিকান কার্যালয় অবরোধ করে রাখেননি। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয়তাবাদি জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মওদুদ আহমদ বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকারকে এক বিন্দু ছাড়ও দেওয়া হবে না। বাংলাদেশে যদি নির্বাচন হয় তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আমরা বর্তমানে যে আন্দোলন করছি, এটা কোনো দলীয় আন্দোলন নয়। এ আন্দোলন হচ্ছে, গণতন্ত্র রক্ষা এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার আন্দোলন। জাতীয়তাবাদি জিয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি এম গিয়াসউদ্দিন খোকনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার ইয়াসমিন মনি, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!