এটি কোন কল্প লোকের গল্প বা রুপকথা নয়, সম্পত্তিগত মামলায় হেরে যাওয়ায় চাঁদপুরে এক ব্যক্তি তার প্রতিপক্ষ জীবিত ব্যক্তির জন্য কবর খনন করে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ।
জীবিত ব্যক্তি ও খননকৃত কবর দেখার জন্যে প্রতিদিন অসংখ্য নারী-পুরুষ ভীড় জমাচ্ছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বাগাদী গ্রামে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ওই গ্রামের মফিজুল ইসলাম গাজীর সাথে পার্শ্ববর্তী পক্ষিদিয়া গ্রামের লোকমান গাজীর সাথে দীর্ঘদিন ধরে জায়গাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
এ নিয়ে মামলা হলে লোকমান গাজী মামলায় হেরে যায়। মামলায় হেরে ক্ষিপ্ত হয়ে গত ২৫ জানুয়ারি লোকমান গাজী জমির মধ্যে কবর খনন করে। খননকৃত কবরে জীবিত মফিজুল ইসলামকে দাফন করবে বলে সে জানায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইসহাক মিয়া জানান, মফিজুল ইসলাম ও এলাকাবাসী কবর খননের বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা জানতে পারি।
মফিজুল ইসলাম জানান, তার জীবনের নিরাপত্তার জন্যে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।