মোগাদিসুতে সোমালি প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের বাইরে এক আত্মঘাতী বোমা হামলার ঘঠনায় কমপক্ষে ছয়জন নিহত ও বহু আহত হয়েছে। সূত্র-বিবিসি
এক সোমালি সেনা কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয় প্রধানমন্ত্রী আবদি ফারাহ শিরদিন ওই সময় তার কার্য্যালয়ে উপস্থিত ছিলেন, তবে তিনি অক্ষত আছেন। উল্লেখ্য, শিরদিন দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম সন্ত্রাসি আক্রমণ। একজন সাবেক ব্যবসায়ি শিরদিন গত ৪২ বছরের মধ্যে প্রথম বারের মত অনুষ্ঠিত এক সুষ্ঠু নির্বাচনে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নতুন সরকার গত ২০ বছর ধরে অস্থিরতা চলার পর দেশটিকে পুননির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। |