আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


কেন্দ্রীয় দফতর সম্পাদকসহ তিন শিবির নেতা আটক

undefined

ঢাকা: কেন্দ্রীয় দফতর সম্পাদক আতিকুর রহমান ও সমাজবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ তিন শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে ধানমন্ডির এক বাসা থেকে তাদের আটক করা হয়।

শিবিরের সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত আটকের বিষয়টি নিশ্চিত করেন।

(লাইভ প্রেস২৪)কে তিনি বলেন, “পুলিশ পোশাকধারী ও ডিবির কিছু সদস্য রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে  তাদের আটক করে।”

তিনি অভিযোগ করেন, “এখন পর্যন্ত এ তিন নেতার কোনো খবর আমরা পাইনি। এমনকি তাদের কোথায় রাখা হয়েছে তাও আমাদের জানানো হচ্ছে না।”

সরকারকে হুশিয়ার করে তিনি বলেন, “গুলি ও গ্রেফতার করে শিবিরকে দমানো যাবে না। গুলি-গ্রেফতারে করলে সরকারের পতন আরো তরান্বিত হবে।”

প্রসঙ্গত, সোমবার ঢাকাসহ সারাদেশে শিবিরের তাণ্ডবের পর এ তিন নেতাকে আটক করলো পুলিশ।

এছাড়া সারাদেশের কয়েকশ’ নেতা- কর্মীকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!