এ সময় উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র,কাউন্সিলর,মহিলা কাউন্সিলর ও ক্রীড়া সংগঠকবৃন্দ।
মেয়র এম মনজুর আলম বলেন, চট্টগ্রামের মানুষ খেলাধুলাকে খুব ভালবাসে। জাতীয় পর্যায়ে অনেক খেলোয়ার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম থেকে। বিগত আই সি সি ক্রিকেট টুর্ণামেন্টের চট্টগ্রাম ভেন্যুতে সিটি করপোরেশনের ভূমিকা ছিল। আমরা সেই খেলাও সফলভাবে শেষ করতে সহযোগিতা করেছি।
তিনি বলেন, চট্টগ্রাম ভেন্যুর খেলায় দর্শকের ব্যাপক উপস্থিতিতে বোঝাই যাচ্ছে চট্টগ্রামের মানুষ কেমন খেলা পাগল। আগামী টি-টুয়ান্টি বিশ্বকাপ খেলা সফলভাবে আয়োজনের চেষ্টা করে দেখিয়ে দিতে চাই চট্টগ্রামের মানুষ খেলা নিয়ে মেতে থাকতে পছন্দ করে।
মেয়র এম মনজুর আলম চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের বিগত দিনের সফল প্রয়াত সকল ক্রীড়াবিদ,কর্মকর্তাদের অবদান স্মরণ করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আ.জ.ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রামের মানুষ অতিথিয়তা পরায়ণ, এটার গুরুত্ব অপরিসীম। মেয়রের এই আয়োজন সবাই মনে রাখবে। আমাদের আয়োজনে বিসিবি সন্তুষ্ট।
আমরা যারা ক্রীড়ার সথে জড়িত আগামী প্রজ্জমের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক রয়েছে। অনেক মেধাবী ছাত্র-ছাত্রী এখন মাদকে আসক্ত হচ্ছে। তাদের দেশ প্রেমে উদ্ধুদ্ধ করতে ক্রীড়ার বিকল্প নেই। সাবাই তারকা হতে পারবেনা তবু অভিবাবকরা ছেলেমেয়েদের তাদের ইচ্ছামত ইভেন্টে খেলার জন্য উৎসাহ দিতে হবে।
আলোচনা সভাশেষে মেয়র সহ অতিথিবৃন্দ চট্টগ্রামভেন্যুতে অংশ গ্রহনকারী, চিটাগাং কিংস, সিলেট রয়্যালস, বরিশাল বার্নাস, দুরন্ত রাজশাহী। ঢাকা গ্লাডিয়েটরস, সিলেট রয়্যালস খুলনা রয়েল বেঙ্গলস, রংপুর রাইডার্স এর কর্মকর্তা ও খেলোয়ার বৃন্দদের ক্রেস্ট এবং ফূল দিয়ে বরণ করে নেন।পরে সবাই নৈশ ভোজে অংশ গ্রহন করেন।