ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১১টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ভিসি চত্বর, পলাশী ও নীলক্ষেত এলাকায় ককটেলগুলোর বিস্কোরণ ঘটে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মহিদুল হাসান হিরুর নেতৃত্বে ছাত্রদলের একটি মিছিল সকালে পলাশী থেকে শুরু করে নীলক্ষেত হয়ে জহুরুল হক হলের সামনে এসে শেষ হয়।
মিছিলে পুলিশ প্রথমে বাধা না দিলেও পরে বাধা দেয়। খরব পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। এর আগেই ছাত্রদলের নেতাকর্মীরা সেখান থেকে চলে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে উত্তেজনা বিরাজ করছে।আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি থমথমে।
[বাংলাদেশটাইমস.নেট /রঞ্জিত সরকার/ ঢাকা]