‘সচিবালয়ের সামনে হামলা করে জামায়াত-শিবির হিংসাত্মক মনোভাবের পরিচয় দিয়েছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
সোমবার সচিবালয়ের সামনে ও রাজধানীর বিভিন্ন পয়েন্টে জামায়াত-শিবির কর্মীদের হামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই ৪৮ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আকস্মিক এ হামলা গোয়েন্দাদের ব্যর্থতা কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তাদের ব্যর্থতা নয়।’