বন্দিবিনিময় ও ভিসা সহজ করার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দু’টি চুক্তি সই হয়েছে।
রাজধানীর হোটেল রূপসী বাংলায় এ চুক্তি সই হয়। এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ধে উপস্থিত ছিলেন।
চুক্তি দু’টি হলো- পালিয়ে থাকা অপরাধী হস্তান্তরের জন্য ‘বহিঃসমর্পণ চুক্তি’ এবং সংশোধিত ভিসাব্যবস্থা বিষয়ক (রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা আরটিএ) দলিল। ভিসা ব্যবস্থা সহজীকরণের চুক্তি বাস্তবায়ন হলে পর্যটক, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ দু’দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাল্টিপল ভিসা চালুসহ বিদ্যমান ভিসা-প্রক্রিয়া সহজ হবে।
আজ (সোমবার) ভারতীয় ১৫ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বেলা আড়াইটার দিকে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বৈঠক চলে বিকেল চারটা পর্যন্ত।
এর আগে সকালে ঢাকায় পৌঁছান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ধে। তাকে বহনকারী বিশেষ বিমানটি সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর তাকে স্বাগত জানান।
এ সফরে সুশীল কুমার শিন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাত করবেন বলে কথা রয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩