প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ১০টায় দিনাজপুরের নিমতলা মোড় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধের দাবিতে ছাত্রশিবির সকাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নিমতলা মোড় থেকে শুরু হয়ে মুন্সিপাড়া বুটিবাবুর মোড়ে পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে। এতে পুলিশ-শিবির সংঘর্ষ বাধে।
সংঘর্ষে পুলিশের এসআই মামুনুর রশিদ মামুন আহত হন। তাকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের লাঠিচার্জে ছাত্রশিবিরের ১০ জন আহত হয়েছে বলে শিবির নেতারা জানিয়েছেন। এ সময় শিবিরকর্মীরা পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। পুলিশ-শিবির সংঘর্ষের ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ কর