চট্টগ্রামের কদমতলী বিআরটিসি এলাকায় ছাত্রশিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশসহ তিনজন আহত হয়েছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর করে শিবিরকর্মীরা।
পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরকর্মী সন্দেহে তিনজনকে আটক করেছে।
জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার সকালে নগরীর পুরাতন রেলস্টেশন এলাকা থেকে মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি কদমতলী বিআরটিসি এলাকায় এলে পুলিশ বাঁধা দেয়।
এ সময় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। ছাত্রশিবিরের তোপে এক পর্যায়ে পুলিশ পিছু হটে। পরে অতিরিক্ত আরেক প্লাটুন পুলিশ এসে শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় দুই পুলিশসহ তিনজন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরকর্মী সন্দেহে তিনজনকে আটক করে।
পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশিনার (এসি) আব্দুল মান্নান জানান, সকাল ১০টার দিকে ছাত্রশিবিরকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে।
এ সময় কোতোয়ালি পুলিশের একটি টহল দল সামনে এগিয়ে আসলে শিবিরকর্মীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে দুজন পুলিশ সদস্য আহত হয়। আহত দুই পুলিশ সদস্যকে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশ কাউকে আটকের বিষয়টি অস্বীকার করেছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩