প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০১৩, ৬:৫৫ পূর্বাহ্ণ
সচিবালয়ে শিবিরের হামলা, ৩ সচিবের গাড়ি ভাঙচুর
রাজধানীর মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে সচিবালয়েও হামলা চালিয়েছে শিবিরের কর্মীরা। এ সময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তিন সচিবের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় শিবিরকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
তবে শিবির দাবি করছে, সচিবালয় এলাকায় তাদের কোনো কর্মসূচি ছিল না। শিবিরের সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাতের দাবি, শিবিরের নামে অন্য কেউ এ তাণ্ডব চালিয়ে থাকতে পারে।
এ ঘটনায় সচিবালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ গুলি, টিয়ারসেল ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে অবস্থান করছেন বলে জানা গেছে।
সোমবার সকালে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ ইয়াহইয়ার মুক্তিসহ কয়েকটি দাবিতে মতিঝিল এলাকায় শিবির ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। শিবির কর্মীরা এ সময় ব্যাপক তাণ্ডব চালায়। এতে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য।
এদিকে, শিবির-পুলিশের সংঘর্ষের কারণে রাজধানীতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। সংষর্ঘের কারণে বিভিন্ন রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩