আজ || সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন       গোপালপুরে বিলুপ্তপ্রায় হেমনগরের গোয়ালবাড়ি খাল       গোপালপুরে যমুনার চরাঞ্চল ঘিরে সম্ভাবনার দুয়ার    
 


বিশ্বব্যাংক প্রমাণ দিলে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ টাইমস.net  রিপোর্ট: আগামী মাসে বিশ্বব্যাংকের আরেকটি প্রতিনিধি দল ঢাকায় আসবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, বিশ্বব্যাংক প্রমাণ দিলেই পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ কাজ ও দুর্নীতির তদন্ত একসঙ্গে হবে কি না—তা বিশ্বব্যাংকের দ্বিতীয় প্রতিনিধিদল আগামী মাসে ঢাকায় আসার পর তাদের সঙ্গে আলোচনার করে নিশ্চিত হওয়া যাবে। তবে সরকার চায় দুটো কাজ একই সঙ্গে হোক।

 

বুধবার সচিবালয়ে অর্থনীতিসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল এরইমধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। তবে দুর্নীতির কোনো তথ্যপ্রমাণ বিশ্বব্যাংক দুদকে দেয়নি।

এছাড়া দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করতে দুদক প্রস্তুত—এ কথা জানিয়ে তিনি আরো বলেন, বিশ্বব্যাংক তথ্য-প্রমাণ দিলে মামলা করতে সর্বোচ্চ এক সপ্তাহের প্রয়োজন হবে।

এছাড়া হলমার্কের ঋণ কেলেঙ্কারির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ঘুম দেরিতে ভেঙেছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “২০১০ সালেই হলমার্কের বিষয়টি বাংলাদেশ ব্যাংক জেনেছিল। ২০১১ সালে তারা কিছুই করেনি। ২০১২ সালে তারা জেগে উঠল। এতে প্রমাণিত হয় যে বাংলাদেশ ব্যাংক নিজে অতটা সক্ষম নয়।”

মুহিত বলেন, “রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। শুধু পর্ষদটা আমরা গঠন করে দিই।”

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!