ছবি খোঁজার সেবায় নতুনত্ব আনছে গুগল। এ বিষয়ে বিশ্বসেরা সার্চ ইঞ্জিনটির ‘ইমেজ সার্চ’ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা হং লি জানান, নতুন ফিচারে দ্রুত ও সহজে ছবি দেখা যাবে। এর সঙ্গে দরকারি তথ্যও থাকবে। তিনি বলেন, “কিছু দিনের মধ্যেই ইমেজ সার্চ রেজাল্টে পরিবর্তন ও নতুন সুবিধা দেখতে পাবেন
ব্যবহারকারীরা।” ব্যবহারকারী ও ওয়েব নির্মাতাদের পাঠানো অনুরোধের পরই এসব সুবিধা যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয় বলে জানান তিনি।
প্রযুক্তি সাইটগুলোতে বলা হয়, শুধু ডেস্কটপেই নয়, ট্যাবলেটেও নতুন এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। কোনো শব্দ বা শব্দগুচ্ছ লিখে সার্চ করলে কাঙ্ক্ষিত ছবিগুলো সুসজ্জিত দেখাবে।