আজ || বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শতাব্দি পেরনো স্বর্ণজয়ী মানুষ ‘প্রফেসর মোয়াজ্জেম হোসেন’       অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন    
 


ভালোবাসা দিবসে ‘অন্যরকম ভালোবাসা’

অন্যরকম ভালোবাসা। এ আবার কেমন ভালোবাসা! কেমন গল্প! আসলেই অন্যরকম ভালোবাসা নাকি?  শুরু থেকেই এমন কৌতুহল জন্ম দেয়া বহুল আলোচিত ‘অন্যরকম ভালোবাসা’  ছবিটি এখন মুক্তির দ্বারপ্রান্তে।

মুক্তির সকল প্রক্রিয়া শেষ করে অপেক্ষমান দর্শকের সামনে ছবিটি আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে।
যুগল পরিচালক শাহিন-সুমন পরিচালিত এ ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এ ছবিটির প্রধান দুই পাত্র পাত্রী বাপ্পী চৌধুরী এবং মাহিয়া মাহি। সেসঙ্গে যোগ হয়েছেন আরেক নতুন মুখ সারাহ জেরিন।

পরিচালক শাহিন-সুমন বলেন, ‘ছবি মুক্তির আগে আমরা আসলে নিজেদের কাজ নিয়ে তেমন কিছুই বলি না। এ ক্ষেত্রে শুধু এটুকুই বলবো। ছবিটি যেই দেখবে তার কাছেই মনে হবে সত্যিই এ এক অন্যরকম ভালোবাসা।’

জাজ মাল্টিমিডিয়ার সি ই ও মনোয়ার এহতেশাম শীষ বলেন,  ‘চলচ্চিত্রে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। কিন্তু এতো বড়ো চলচ্চিত্র শিল্পকে এতো অল্প সময়ে পরিবর্তন সম্ভব নয়। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।  সেই ধারাবাহিকতায় প্রথম ছবির চেয়ে আরো অনেক সচেতন ভাবে কাজ করা হয়েছে এই ছবিতে। অনেক নতুন নতুন সংযোজন হয়েছে। আমার বিশ্বাস অন্যরকম ভালোবাসা দর্শকদের ভালো লাগবে।’

আব্দুল্লাহ জহির বাবুর কাহিনীর এ ছবিটির ড্যান্স কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল। সঙ্গীত পরিচালনা করেছেন যৌথভাবে শফিক তুহিন, ইমন সাহা, ফুয়াদ আল মুক্তাদির, শওকত আলী ইমন, আহমেদ ইমতিয়াজ বুলবুল। সম্পাদনা করেছেন তৌহিদ হুসেন চৌধুরী। ছবিটির অডিও পার্টনার লেজার ভিশন এবং রেডিও পার্টনার হিসেবে আছে রেডিও টুডে।

ছবিটির আরো কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, নূতন, অমিত হাসান, কাবিলা, ডন এবং বিপাশা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!