আজ || মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মুক্তিপনের দাবিতে অপহৃত শিশুর গলিত লাশ কালিয়াকৈর থেকে উদ্ধার; গ্রেফতার ২       গোপালপুরের মোহনপুরে পোস্টঅফিসের ঘর না থাকায় ভোগান্তি       গোপালপুরে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সংবর্ধনা       গোপালপুরে আওয়ামীলীগ নেতা আব্দুল মোমেন গ্রেফতার; ফাঁসির দাবিতে মিছিল       গোপালপুরে ডেইরি ফার্ম মালিক ও আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়       গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির কমিটি গঠন       বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার সুযোগ কাজে লাগাতে হবে -ইলিয়াস হোসেন       গোপালপুরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত       গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা       গোপালপুরে ১০ম গ্রেড প্রদানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন    
 


ভালোবাসা দিবসে ‘অন্যরকম ভালোবাসা’

অন্যরকম ভালোবাসা। এ আবার কেমন ভালোবাসা! কেমন গল্প! আসলেই অন্যরকম ভালোবাসা নাকি?  শুরু থেকেই এমন কৌতুহল জন্ম দেয়া বহুল আলোচিত ‘অন্যরকম ভালোবাসা’  ছবিটি এখন মুক্তির দ্বারপ্রান্তে।

মুক্তির সকল প্রক্রিয়া শেষ করে অপেক্ষমান দর্শকের সামনে ছবিটি আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে।
যুগল পরিচালক শাহিন-সুমন পরিচালিত এ ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এ ছবিটির প্রধান দুই পাত্র পাত্রী বাপ্পী চৌধুরী এবং মাহিয়া মাহি। সেসঙ্গে যোগ হয়েছেন আরেক নতুন মুখ সারাহ জেরিন।

পরিচালক শাহিন-সুমন বলেন, ‘ছবি মুক্তির আগে আমরা আসলে নিজেদের কাজ নিয়ে তেমন কিছুই বলি না। এ ক্ষেত্রে শুধু এটুকুই বলবো। ছবিটি যেই দেখবে তার কাছেই মনে হবে সত্যিই এ এক অন্যরকম ভালোবাসা।’

জাজ মাল্টিমিডিয়ার সি ই ও মনোয়ার এহতেশাম শীষ বলেন,  ‘চলচ্চিত্রে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। কিন্তু এতো বড়ো চলচ্চিত্র শিল্পকে এতো অল্প সময়ে পরিবর্তন সম্ভব নয়। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।  সেই ধারাবাহিকতায় প্রথম ছবির চেয়ে আরো অনেক সচেতন ভাবে কাজ করা হয়েছে এই ছবিতে। অনেক নতুন নতুন সংযোজন হয়েছে। আমার বিশ্বাস অন্যরকম ভালোবাসা দর্শকদের ভালো লাগবে।’

আব্দুল্লাহ জহির বাবুর কাহিনীর এ ছবিটির ড্যান্স কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল। সঙ্গীত পরিচালনা করেছেন যৌথভাবে শফিক তুহিন, ইমন সাহা, ফুয়াদ আল মুক্তাদির, শওকত আলী ইমন, আহমেদ ইমতিয়াজ বুলবুল। সম্পাদনা করেছেন তৌহিদ হুসেন চৌধুরী। ছবিটির অডিও পার্টনার লেজার ভিশন এবং রেডিও পার্টনার হিসেবে আছে রেডিও টুডে।

ছবিটির আরো কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, নূতন, অমিত হাসান, কাবিলা, ডন এবং বিপাশা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!