রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ চলছে।
জামায়াতের কারাবন্দি শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার সাড়ে ১০টার দিকে দলটির নেতা-কর্মীরা মিছিল বের করলে তাতে পুলিশ বাঁধা দেয়।
এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতা-কর্মীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় পুলিশ অন্তত ২০ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করেছে।
জামায়াত কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলে নিক্ষেপ করে। এ সময় জামায়াত-শিবির কর্মীরাও পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে। সংঘর্ষকালে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। একটি বাসে আগুন জ্বলতে দেখা গেছে।
অন্যদিকে সচিবালয়ের সামনেও জামায়াত-শিবির কর্মীরা মিছিল করছে। মিছিলকারীদের ধাওয়া করে পুলিশ এক শিবির কর্মীকে আটক করেছে। এছাড়া বাংলা মটর এলাকাতেও শিবিরকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পর্যন্ত সংঘর্ষ চলছে।
[বাংলাদেশটাইমস.নেট/রঞ্জিত সরকার/ঢাকা]