উল্লেখ্য, শনিবারে কুন্দুজ প্রদেশে এক আত্মঘাতী বোমারুর হামলায় ১০ পুলিশ কর্মকর্তা মারা যায়।
এপয্যন্ত কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করে নি।
পূর্ব আফগানিস্তানে ন্যাটো ট্রাকের একটি কনভয়ের উপর আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৫ জন নিহত ও আরো ২৫ জন আহত হয়।
শুক্রবার পূর্বঞ্চলীয় কাপিসা প্রদেশের তাগাব জেলায় এই আক্রমণের ঘটনা ঘঠে।
সংবাদ মাধ্যমে প্রেরিত এক ম্যাসেজে তালিবানরা এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
সারা দেশে সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর সন্ত্রাসি হামলা বৃদ্ধি পেয়েছে বলে খবরে উল্লেখ করা হয়।