সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী রাজধানীর মোহাম্মদপুরের স্মার্ট গার্মেন্টেস অগ্নিকান্ডের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।
তিনি রবিবার এক বিবৃতিতে বলেন, গত শনিবার স্মার্ট গার্মেন্টে অগ্নিকান্ডের ঘটনায় সংগত কারণেই প্রশ্ন ওঠে অতীতে তাজরিন গার্মেন্টসহ অন্যান্য গার্মেন্টে ভয়াবহ অগ্নিকান্ডের পরও সরকার এবং মালিকপক্ষের হুঁস হয়নি। পোশাক শ্রমিকদের জীবনের মূল্য এতো তুচ্ছ জ্ঞান করলে অদূর ভবিষ্যতে এই শিল্পে বিপর্যয় নেমে আসতে পারে। এর দায়-দায়িত্ব সরকার ও মালিক উভয় পক্ষকেই বহন করতে হবে।
বি. চৌধুরী বলেন, ভবিষ্যতে আগুনের হাত থেকে গরীব পোশাক শ্রমিকদের রক্ষা করতে হলে যেসব পোশাক কারখানায় ৩০০ শ্রমিক কাজ করে সেসব কারখানায় ‘মানসম্মত নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা’ বাধ্যতামূলক করতে হবে। অতীতে দেখা গেছে পোশাক কারখানায় আগুন লাগার পর কে বা কারা শ্রমিকদের বহির্গমনের পথ বন্ধ করে দেয়। এ রহস্য উন্মোচন করা প্রয়োজন। যদিও সরকার এখন পর্যন্ত রহস্য উদঘাটনে ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, আমাদের মেয়েদের যারা হত্যাযজ্ঞের শিকারে পরিণত করছে তাদের চিহ্নিত করার জন্য আমি অগ্নিকান্ডের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন এবং নিহত ও আহত পোশাক শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।