রোববার বিচারপতি সারা মাহবুব ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
রিটের শুনানিতে ক্রীড়া পরিষদের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বিসিবির আইনজীবী ছিলেন ব্যারিস্টার ফজলে নুর তাপস।
অপরদিকে রিটকারীরর আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক।
বিসিবির সাবেক পরিচালক ও স্থপতি মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল (বাবু) বিসিবির গঠনতন্ত্রের কিছু সংশোধনীকে চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করেন।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে বিসিবির আলোচিত সংশোধিত গঠনতন্ত্র কেন অবৈধ হবে না—এ মর্মে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওপর আদালত রুল জারি করেন।