আজ || শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ       প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা       “জামালপুর এক্সপ্রেস” দিক পরিবর্তন, একটি জনপ্রিয় ট্রেনের মৃত্যু       গোপালপুরে কৃষি ব্যাংকের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত       গোপালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন       ‘হিংসা বিভেদ ভুলে সকলকে একতাবদ্ধ থাকতে হবে’ -আব্দুস সালাম পিন্টু    
 


মির্জা ফখরুল ইসলামকে নতুন মামলায় গ্রেফতার না দেখাতে হাইকোর্টের নির্দেশ

Fukrul 31NN

যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগামী দুই মাসের মধ্যে নতুন কোনো মামলায় গ্রেফতার এবং হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার রিটটির শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ নির্দেশ দেন।
একই সঙ্গে আদালত জামিন পাওয়ার পর যথাযথ ইস্যু করা গ্রেফতারি পরোয়ানা এবং আইনের যথাযথ বিধান ছাড়া মির্জা ফখরুলকে গ্রেফতার না করার নির্দেশ কেন দেয়া হবে না, মর্মে দুই সপ্তাহের রুল জারি করেছেন।
রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের গোয়েন্দা বিভাগ, বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, মুখ্য মহানগর হাকিমের আদালতের ডিসি (প্রসিউশন), ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার, ঢাকার আইজি (প্রিজন), লালবাগ ও উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার, গাজীপুরের এসপিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ২০ জানুয়ারি  মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী মো. সগীর হোসেন লিওন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রোববার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক ও মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান।
রফিক উল হক বলেন, “নতুন করে কোনো মামলায় যাতে মির্জা ফখরুলকে শোন অ্যারেস্ট দেখানো না হয় সে বিষয়ে নির্দেশ দিয়েছেন আদালত।”
গত ২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে দুটি মামলায় জামিন দেয় হাইকোর্ট। কিন্তু এরপর আবার নতুন করে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আটক করে রাখে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!