নতুন ২৫ টাকার স্মারক নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের উৎপাদনের ২৫ বছর পূর্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক স্মারক নোট ইস্যু করতে যাচ্ছে। কাল গাজীপুরের এসপিসিবিএল-এ আনুষ্ঠানিকভাবে এ স্মারক নোট অবমুক্ত করবেন গভর্নর ড. আতিউর রহমান। এরপর এটি গ্রাহক পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ফোল্ডার ও খামসহ প্রতিটি ১০০ টাকা এবং শুধুমাত্র নোট হলে ২৫ টাকার বিপরতীতে ২৫ টাকা নগদ মূল্যে ক্রয় করা যাবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সকল শাখা অফিস এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেও নগদ মূল্যে স্মারক নোট ক্রয় করা যাবে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩