স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। নতুন বছরে প্রথম অধিবেশন শুরুর দিন প্রথা অনুসারে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভাষণ দেন। পরে এ ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা।
নতুন বছরের প্রথম অধিবেশনে বিএনপির যোগ না দেয়ার বিষয়টি শনিবারই নিশ্চিত করেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছিলেন, ‘এ অধিবেশনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিল আনার নিশ্চয়তা পেলে সংসদে ফিরতে পারে বিএনপি।’
উল্লেখ্য সংসদের গত অধিবেশন পর্যন্ত প্রধান বিরোধী দল বিএনপি টানা ৫০ কার্যদিবস অনুপস্থিত ছিল। এর আগে টানা ৮৩ কার্যদিবস অনুপস্থিত থেকে গত ১৮ মার্চ সংসদে যোগ দিয়ে আবার টানা ৩ দিন অনুপস্থিত ছিল দলটি। ওই অধিবেশন ২৯ মার্চ শেষ হলেও দলটি আর সংসদে ফেরেনি। মাঝে ১৩, ১৪ ও ১৫তম অধিবেশনে যোগ দেয়নি বিএনপি।
নবম জাতীয় সংসদের মোট ৩৩৭ কার্যদিবসের মধ্যে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া মাত্র ৮ দিন সংসদে উপস্থিত ছিলেন। আর দলীয় অনুপস্থিতি ২৮৩ দিন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩