গ্রেফতারকৃতরা হলো জয়নাল উদ্দিনের ছেলে অটোরিক্সার চালকসহ শাহাব উদ্দিন (২৬),মো. আবছারের ছেলে ইলিয়াছ (২০) ও শাহ আলেমের ছেলে সাহাব উদ্দিন(২২)।
হাটহাজারী থানার উপ-পরিদশর্ক (এসআই)মৃদুল নিউজ বিএনএ-কে জানান,ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের ওরশ থেকে সিএনজি অটোরিক্সা যোগে চট্টগ্রাম শহরের বাসায় ফেরার পথে অটোরিক্সার চালক শাহাব উদ্দিন তার দুই বন্ধুকে খবর দেয়। পরে ইলিয়াছ ও সাহাব উদ্দিনসহ তিনজন জোরকরে মহিলাসহ অটোরিক্সাটি উদালিয়া চা বাগানে নিয়ে যায়।
রাত সাতটা থেকে নয়টা পর্যন্ত মহিলাটির উপর যৌন নির্যাতন করে। পরে মহিলাটিকে স্থানীয়রা উদ্ধার করে গাড়িসহ ধর্ষকদের আটক করে হাটহাজারী থানা পুলিশের নিকট তুলে দেয়।
এসআই বলেন, মহিলাটি বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মহিলাটির শারিরীক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি