রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে শনিবার বেলা পৌনে তিনটার দিকে স্মার্ট ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে ছয়জন শ্রমিক মারা গেছেন বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডে আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম জ্যোত্স্না আক্তার (২০)
দুর্ঘটনাস্থল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।