সিলেটে কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া’র মুক্তি দাবিতে মিছিল বের করলে পুলিশের সঙ্গে বন্দরবাজার এলাকায় শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে কোতয়ালী থানা পুলিশের ওসি (তদন্ত) আনোয়ার ও আরেক উপ-পরিদর্শক আহত হন। শিবিরের ৫ নেতাকর্মীও আহত হন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৫টায় তালতলা এলাকা থেকে মিছিল বের করে ছাত্রশিবির সিলেট মহানগর। মিছিলটি বন্দরবাজার বাংলাদেশ ব্যাংকের সামনে আসা মাত্রই পেছন থেকে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে শিবিরকর্মীরা পাল্টা ইটপাটকেল ছুঁড়ে। এসময় শিবিরের ইটপাটকেলে আঘাতে উপ-পরিদর্শক এনামুল ও ওসি (তদন্ত) আনোয়ার আহত হন।
ওসি জানান, তিনিসহ ২ জন পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরবাজার এ জিন্দাবাজার এলাকায় শিবিরকর্মী গ্রেফতারে পুলিশের অভিযান চলছিলো।