আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিরোধী দলের উদ্দেশ্যে বলেছেন, পদত্যাগের হুমকি না দিয়ে সংসদকে কার্যকর করতে ভূমিকা রাখুন। তিনি বলেন, সংসদ থেকে পদত্যাগ করার মত কোনো ঘটনা ঘটেনি। বিরোধী দল কি কারণে সংসদ থেকে পদত্যাগের কথা বলছে তা আমাদের কাছে পরিষ্কার নয়। গত ৪ বছরে সংসদের সব সুযোগ সুবিধা ভোগ করলেও তারা কেবল মাত্র হাজিরা খাতায় স্বাক্ষর করতে মাঝে মধ্যে সংসদে গিয়েছে। আমরা আশা করবো এ সংস্কৃতি ত্যাগ করে তারা সংসদকে কার্যকর করায় ভূমিকা রাখবে।
শনিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজে শিক্ষার্থীদের দ্বিতীয় ব্যাচের পরিচিতি অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী বাচ্চু রাজাকার কোথায় লুকিয়ে আছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই তাকে খুঁজে পেতে কূটনৈতিক তৎপরতা চলছে, এই প্রচেষ্টার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হবে। এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জুলফিকার আলী আরজু, সাধারণ সম্পাদক আজগর আলী, খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩