আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাঅবস্থান চলছে

চাকুরী জাতীয়করণের দাবিতে চারদিন ধরে আন্দোলনরত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাঅবস্থান কর্মসুচী চলছে। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে অবস্থান নিয়েছে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো.সেলিম ভুইয়ার নেতৃত্বে চার শতাধিক শিক্ষক অবস্থান কর্মসূচীতে অংশ নিয়েছেন। শিক্ষক নেতারা সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি জানিয়ে বক্তব্য রাখছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুমকি দিচ্ছেন।

বক্তব্যে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ সর্বক্ষেত্রে জীবন যাপন করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। আমাদের স্ত্রী সন্তান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। সরকার আমাদের দায়িত্ব মেনে না নিলে আমরা না খেয়ে থাকা ছাড়া উপায় থাকবে না।

শিক্ষকরা আরো বলেন, যেখানে একজন ব্যবসায়ীর ছেলে একটি উন্নত স্কুলে পড়ছে এবং তার জন্য দুইজন গৃহশিক্ষক রাখা হয়েছে, সেখানে আমাদের ছেলে মেয়েদের একটি ভাল স্কুলে পড়াতে পারছিনা।

বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতারা বলেন, আমরা আমাদের সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য আজকে এই রাজপথে নামতে হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!