রিয়েল লাইফে সুপারহিট জুটি হলেও পর্দায় সাইফ-কারিনার রসায়ন সেভাবে জমেনি কোনোদিন। তাই পর্দায় জুটি বাঁধার থেকে এবার বিরত থাকার সিদ্ধান্ত নিলেন সাইফিনা। সাইফ জানিয়ে দিয়েছেন করিনার সঙ্গে আর অভিনয় করতে চান না তিনি।
আগামীকাল সাইফের বহু প্রতিক্ষীত `রেস টু` মুক্তি পাচ্ছে। মুক্তির আগে সাইফ জানালেন কারিনার সঙ্গে অভিনয় করলে যে কোনো দৃশ্যের মজা কমে যায়। তাই করিনাকে আর পর্দায় চান না তিনি। এর আগে `টশন`, `কুরবান`, `এজেন্ট বিনোদে`র মতো ছবিতে দর্শকদের হতাশ করেছেন সাইফ-কারিনা জুটি। কাজেই সাইফের সিদ্ধান্তে আপাতভাবে ভক্তরাও বেশ খুশি। প্রথমত আর এভাবে হতাশ হতে হবে না তাদের। আর দ্বিতীয়ত, দেরিতে হলেও সাইফের টনক নড়েছে দেখেও খুশি ভক্তরা। সূত্র: জিনিউজ।