আজ || শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


সহসা বিএনপির কাউন্সিল অধিবেশন হচ্ছে না

Logo BNP-NM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউন্সিল অধিবেশন সহসা হচ্ছে না। ডিসেম্বরে কাউন্সিল হওয়ার কথা থাকলেও ভারপ্রাপ্ত মহাসচিব গ্রেফতার হওয়ায় এবং আন্দোলন কর্মসূচীর ব্যস্ততাসহ রাজনৈতিক প্রতিকুলতায় কাউন্সিল হয়নি। এরই মধ্যে হওয়ার কোন সম্ভাবনাও নেই।

এই সরকার ক্ষমতায় আসার পর নতুন কমিটি গঠিত হয়। মহাসচিব অ্যাড. খন্দকার দেলোয়ার হোসেন মারা গেলে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং সরকারের নানা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে দলটি। গত বছর বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট গঠিত হলে জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল।

তিন বছরের জন্য নির্বাচিত বিএনপির র্বতমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ৮ ডিসেম্বর। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ পূরণের আগেই পরর্বতী জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের নেতৃত্ব নির্বাচন করার কথা।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, তিন বছর অন্তর জাতীয় কাউন্সিল করার কথা। সর্বশেষ কাউন্সিল হয় ২০০৯ সালরে ৮ ডিসেম্বর। এরপর ২০১০ সালের জানুয়ারিতে দলের ৩৮৬ সদস্যবিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

বিএনপির একটি সূত্র জানায়, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় ডিসেম্বরের শেষদিকে স্বল্প পরিসরে কাউন্সিল হওয়ার কথা ছিল। দলের ভারপ্রাপ্ত মহাসচিব গ্রেফতার হওয়ায় উদ্বেগটা থেকে যায়, তার মুক্তির আগে এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এই বিষয়ে বলেন, কাউন্সিলের ব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। ভারপ্রাপ্ত মহাসচিব গ্রেফতার থাকায় সহসা হচ্ছে না। আমরা কমিশনের কাছে সময় নেব।

ছাত্রদলের পাঁচ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষনা করলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। প্রায় এক বছর পাঁচ সদস্যের কমিটি দিয়ে দল পরিচালিত হচ্ছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার কথা থাকলেও নতুন নেতারা তা ঘোষনা করতে পারেনি। এই ব্যাপারে ছাত্রদলের এক নেতা বলেন, বর্তমান সরকার বিরোধী আন্দোলনের চাপ এবং দলীয় কোন্দল এড়াতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করছে কেন্দ্রীয় কমিটি।

ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল বলেন, আমাদের কমিটি তৈরী হয়ে আছে। যেকোন সময় তা ঘোষনা হতে পারে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈরাজ্যসহ দলীয় কিছু সমস্যার কারণে কমিটি ঘোষনায় দেরী হচ্ছে।

বিএনপির ঢাকা মহানগরের ২১ সদস্যেও আহ্বায়ক কমিটি করার পর ছয় মাসের মধ্যে ৯০টি ওয়ার্ডের কমিটি করার কথা থাকলেও তা সম্পূর্ণ হয়নি। তাই দীর্ঘ তিন বছর আহ্বায়ক কমিটি দিয়ে চলছে ঢাকা মহানগর বিএনপি।

জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি হচ্ছে না প্রায় চার বছর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার আগে কৃষক দলের সভাপতির দায়িত্ব পালন করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শামছুজ্জামান দুদু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!