আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


দেশে পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে

undefined

 বিবিসি বাংলাদেশ সংলাপে বক্তারা বলেছেন, দেশে পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। আর এতে করে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

শুক্রবার বিকেলে মাইজদি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিবিসি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে প্যানেলের বক্তারা এসব কথা বলেন।

বিবিসির মো. আকবর হোসেনের পরিচালনায় সংলাপে প্যানেলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি, মো. ফজলুল আজিম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ ও নারী নির্যাতন প্রতিরোধ জোট নোয়াখালী শাখার সভাপতি শিরিন আক্তার।

অনুষ্ঠানের শুরুতে এক দর্শক প্রশ্ন করেন, বর্তমানে দেশে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে?

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, এ সরকারের জনপ্রিয়তার ধস নেমেছে। বিএনপির একজন এমপিকে এক পুলিশ সদস্য নির্মমভাবে পিটিয়েছে, সেই পুলিশকে সরকার পুরস্কৃত করেছে। এতে প্রমাণিত হয়, সরকার পুলিশকে তাদের স্বার্থে ব্যবহার করছে।

ফজলুল আজিম এমপি বলেন, পুলিশের রাজনৈতিক ব্যবহার বৃটিশ আমল থেকে হয়ে আসছে। পুলিশের কাজ হলো জনগণের সেবা করা, অথচ এসব পুলিশ সদস্যদের সরকারের ডাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিতর্কিত পুলিশ সদস্যকে পদক দেওয়া উচিত হয়নি বলে তিনি মনে করেন।

জামাল উদ্দিন আহমেদ বলেন, পুলিশের কাজ হলো আইন-শৃঙ্খলা রক্ষা করা। গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার কারণে জয়নুল আবদিন ফারুককে পুলিশ আঘাত করেছে। অবশ্য পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে তিনিও মনে করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!