কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরথেকে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ছাত্রশিবিরের আটজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ নভেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
বরিশাল প্রতিনিধি : বরিশালে বিভিন্ন আবাসিক এলাকা থেকে পুলিশ গতকাল রাতে আট শিবিরকর্মীকে আটক করে। পুলিশের দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া হামলার ঘটনায় জড়িত শিবির কর্মীদের গ্রেপ্তার করতে বাসাবারিতে,মেসে অভিযান চলছে বলে পুলিশ বাংলাদেশ টাইমেসকে জানায়।