বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি শো শুধুই আড্ডা। এই অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন জনপ্রিয় উপস্থাপক ফারহানা নিশো। এতে সেলিব্রেটি তাঁর জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন তাঁর ভক্তদের জন্যে। শুধুই আড্ডায় আজকের অতিথি এসময়ের বিগ বাজেটের সিনেমার চলচ্চিত্র প্রযোজক ও নায়ক অনন্ত এবং তার জুটি বর্ষা। পলাশ মাহবুবের প্রযোজনায় শুধুই আড্ডা প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে আজ শনিবার রাত ৯ টা ১০ মিনিটে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩